কয়রা (খুলনা) প্রতিনিধি: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে সুন্দরবন সুরক্ষায় যুব নেতৃত্ব বিষয়ক দুদিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কয়রা উপজেলা পরিষদ হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন গ্রুপের এই কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়।
রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কো-অর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন, হেলভেটাস বাংলাদেশে খুলনার প্রজেক্ট ম্যানেজার শাহারিয়ার মান্নান, প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ান, অনুপ রায়, ট্রেনিং ফ্যাসিলিটেটর সোহেলী ইসলাম রিতু, সামিত রায়, যুব ইয়ুথ গ্রুপের নিরাপদ মুন্ডা, আশিকুজ্জামান, ফরহাদ হোসেন, রাসেল আহমেদ, সুব্রত মুন্ডা, সাথী আক্তার, মুসলিমা খাতুন প্রমুখ।
প্রশিক্ষণে ৩১ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।