the editors logo
Saturday , 20 May 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে আটক

প্রতিবেদক
the editors
May 20, 2023 6:10 pm

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকা ও কাকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের আইমানের খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মফিজুল গাজী ও ফরিদুল শেখ।

কয়রা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া শিকারের অপরাধে তাদের আটক করা হয়েছে।

অভিযাকালে কয়রা বন টহল ফাড়ির স্টাফ মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়