শনিবার , ২০ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীসহ অন্যান্যদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
মে ২০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট: শ্যামনগরের আটুলিয়ার আবু সাইদকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্ত্রীসহ অন্যান্যদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় নওয়াবেঁকী চৌরাস্তায় আটুলিয়া ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সহ¯্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, মারুফ বিল্লাহসহ স্থানীয়রা বক্তৃতা করেন।

এসময় তারা আবু সাইদের আত্মহত্যার জন্য তার স্ত্রী সুইট ও ভাইরা সাদ্দাম হোসেনসহ শ^শুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

মানববন্ধন থেকে বিয়ের পর আবু সাইদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো এবং পরবর্তীতে মামলা থেকে
পরিত্রাণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়ার অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ মে সকালে বাড়ির পাশর্^বর্তী তেঁতুল গাছ থেকে আবু সাইদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামলা দায়েরসহ মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!