Wednesday , 26 February 2025 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে ২ বাড়িতে চুরি-ডাকাতি

প্রতিবেদক
admin
February 26, 2025 9:23 pm

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে চেতনানাশক ছিটিয়ে একই রাতে ‌দুই বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এসব চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় গ্রিলকেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়। খবর পেয়ে বুধবার সকালে কালিগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুর সাত্তার বিশ্বাসের বাড়িতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ৪-৫ জন চোর প্রাচীর টপকে মূল গেট ও ঘরের গ্রীলের তালা ভেঙে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। পরে ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি নিয়ে যায়।

একই রাতে পাশের বাড়ির আব্দুস সাত্তার শেখের পরিবারের সকলকে একটি রুমে অস্ত্রের মুখে আটকে রেখে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানান।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত