সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের বনদস্যু সহযোগী ও এক ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, বনদস্যুদের সহযোগী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামের আবু মুসা গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই ইউনিয়নের মুন্সিগঞ্জ ওয়াবদা পার এলাকার মোহাম্মদ আলী গাজীর ছেলে ইসমাইল খোকন (৬২), ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মৃত আজাদ গাজীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ও শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের শোকর আলীর ছেলে উপজেলা সৈনিক লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ওরফে কামু (৩৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বনদস্যুদের সহযোগিতা করার অভিযোগে দুইজন সহযোগীসহ চারজনকে আটক করা হয়েছে। বাকি দুজন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।