Tuesday , 4 March 2025 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শায় পূর্বশ*ত্রুতার জেরে ৪ জনকে কুপি*য়ে জখ*ম

প্রতিবেদক
admin
March 4, 2025 11:34 am

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পেটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শার্শার মাটিপুকুর গ্রামে।

আহতরা হলন, মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)।

আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশংক জনক। আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বিন মোহাম্মদ এর ছেলে।

আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেনকে মারধর করার খবর শুনে আলমগীর হোসেন প্রতিপক্ষের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়