পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জেলে নারীদের ক্ষমতায়নে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইডিও সংস্থার বাস্তবায়নে এবং অক্সফামের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তৃতা করেন, প্রজেক্ট ম্যানেজার শেখ মিজানুর রহমান। আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, ডা. ইব্রাহিম গাজী, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, আইডিও’র কমিউনিটি মোবিলাইজার মো. মনিরুজ্জামান, মোছা. হুসনেয়ারা খাতুন, মিতা দাশ, মুর্শিদা খাতুন প্রমুখ।
সভায় জেলে নারীদের সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণে আলোচনা করা হয়।