the editors logo
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে ট্রাভেল পয়েন্টের মালিক আটক

প্রতিবেদক
the editors
মার্চ ১০, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: ভ্রমণ কর জাল করার অভিযোগে বেনাপোল বন্দর এলাকার ট্রাভেল পয়েন্টের মালিক শামিম হোসেন (৩৬) কে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১টার সময় প্যাসেঞ্জার টার্মিনাল হতে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর ট্রাভেল ট্যাক্স জালিয়াতির দায়ে তাকে কাস্টমস ও এপিবিএন পুলিশ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

শামিম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোমিন চৌধুরীর ছেলে। এর আগেও তিনি ভ্রমণ কর জালিয়াতির কারণে দুই বার গ্রেফতার হন।

ভারতীয় নাগরিক বেলাল আহমেদ (পাসপোর্ট নং-ঞ ৪৩৩৭০১২) জানান, তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশুনা করেন। দেশে যাওয়ার উদ্দেশ্যো ঢাকা থেকে বেনাপোলে এসে ট্রাভেল পয়েন্টের মাধ্যমে অনলাইনে ভ্রমণ কর জমা দেন। পরে কাস্টমস চেকপয়েন্টে তার ট্রাভেল ট্যাক্স জাল বলে প্রমাণিত হয়।

বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত এপিবিএন পুলিশের পরিদর্শক সন্তু বিশ্বাস বলেন, ভ্রমণ কর জাল প্রমাণিত হলে কোথা থেকে তা জমা দেওয়া হয়েছে, যাত্রীকে সাথে নিয়ে তা শনাক্ত করা হয়। পরে শামিমকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
toto slot