রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডয়চে ভেলে ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন

প্রতিবেদক
the editors
জুলাই ১৪, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগ ছেড়ে দিচ্ছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। তিনি সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় টক শো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’ সঞ্চালনা করতেন।

জানা গেছে, ৫ বছর বাংলা বিভাগের দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যাচ্ছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খালেদ মুহিউদ্দিন ডয়চে ভেলেকে আর চুক্তি নবায়ন না করার বিষয়ে জানিয়ে দেন।

২৬ জুলাই বাংলা বিভাগে ‘খালেদ মুহিউদদ্দিন জানতে চায়’ অনুষ্ঠানের শেষ শো প্রচারিত হবে বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমকে বলেন ‘ব্যক্তিগত কারণেই আমি আর চুক্তি নবায়ন করিনি।’

তবে সূত্র জানিয়েছে, আগামী কিছুদিন খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমে কাজ করা থেকে বিরত থাকতে পারেন।

উল্লেখ্য, ৩২ বছর ধরে খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমের সঙ্গে জড়িত। বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!