উপকূলীয় প্রতিনিধি: ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে র্যালি, আলোচনা সভা, খাবার পানির পুকুর পরিষ্কার, ফিল্টার পরিষ্কার ও পুকুরের পাড় সংস্কার কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল।
আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, একাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার রিচার্ড প্রভাত বাড়ৈ, ফিল্ড সুপারভাইজার দেবব্রত কুমার গাইন, ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই, সাকিরা খানম ও ধ্রুব বিশ্বাস প্রমুখ।