শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে চাকুরির ফাঁদে ফেলে বেকারদের টাকা নিয়ে লাপাত্তা এনজিও ‌‘সীডা’

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: চাকুরির ফাঁদে ফেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৫ শতাধিক বেকার যুবক-যুবতীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনজিও ‘সীডা’র বিরুদ্ধে।

উপজেলা সদরের বাজার গ্রামের গোলাম ইয়াসিনের বাড়ি ভাড়া নিয়ে এনজিও সীডা আবেদন ফি ও জামানাতের নামে জনপ্রতি ২ থেকে ১০ হাজার টাকা করে হাতিয়ে উধাও হয়ে গেছে।

প্রতারণার শিকার ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, উপজেলার বাজার গ্রামের গোলাম ইয়াসিন এর তিনতলা ভবনের নিচতলার ফ্লাট ভাড়া নিয়ে কয়েকটি চেয়ার টেবিল সাজিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয় এনজিও সিডা। এর আগে গত ২ মার্চ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। সেখানে সংস্থার আঞ্চলিক কার্যালয় ও প্রধান অফিসের ঠিকানা দেওয়া হয় বুধহাটা, আশাশুনি, সাতক্ষীরা।

বিজ্ঞপ্তিতে প্রজেক্ট কো-অর্ডিনেটর, প্রজেক্ট অ্যাকাউন্টেন্ড, প্রজেক্ট ইঞ্জিনিয়র, ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অরগানাইজার, পিয়ন, নাইট গার্ড, রাজমিস্ত্রি, স্যানেটারী মিস্ত্রি ও রংমিস্ত্রির একাধিক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছে আবেদন আহবান করা হয়। এরপর বাজার গ্রামে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে সীডা।

এরই মধ্যে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৫ শতাধিক বেকার যুবক যুবতী চাকুরির আশায় ২ হাজার থেকে ১০ হাজার টাকা জামানত হিসেবে দিয়ে আবেদন করেন। হঠাৎ অফিসের লোকজনের আর খোঁজ মিলছে না। শনিবারও অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।

এবিষয়ে জানতে নির্বাহী পরিচালক পরিচয়দানকারী নলতার সোহাগের ০১৯৬০৪৪৬৮৩৫ নম্বর এবং কো-অর্ডিনেটর পরিচয়দানকারী তারালীর সাইফুল ইসলামের ০১৭৬৮১০০১২৩ নম্বরের মোবাইল ফোনে ফোন দিলেও তারা ফোন ধরেননি।

ভাড়াশিমলা ইউনিয়নের মরিয়ম, জাকারিয়া, রবিউল, চাম্পাফুল ইউনিয়নের শাহরিয়ার, তাসকিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাফিজ, ধলবাড়িয়া ইউনিয়নের আজিজ, জাহিদ, রতনপুর ইউনিয়নের কামরুন নাহারসহ একাধিক ভুক্তভোগী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
preload imagepreload image