মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নুরুন্নবী খাঁন বিকু।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মো: শোয়েব হোসেন, অভিভাবক সদস্য হিন্দাল কবির নান্নু, সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষ।
এই কমিটি আগামী ৬ মাস বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।