ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের শ্বাশুড়ি জোবাইদা খাতুন (৭৯) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)।
শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
জোবাইদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত সামছুদ্দীন বিশ^াসের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি ছয়ঘরিয়া জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
এদিকে, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।