শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কিছুটা সুস্থ নুসরাত ফারিয়া, হাসপাতাল ছেড়ে ফিরলেন বাসায়

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: কিছুটা সুস্থ নুসরাত ফারিয়া, হাসপাতাল ছেড়ে ফিরলেন বাসায়নুসরাত ফারিয়া
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় নুসরাত ফারিয়াকে। তখন তিনি অচেতন ছিলেন।

একরাত চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয় তার। এ কারণে শুক্রবার দুপুরে ফারিয়া বাসায় নিয়ে যাওয়া হয়েছে এই অভিনত্রীকে।
নুসরাত ফারিয়ার ঘরে ফেরার বিষয়টি জানিয়েছেন তার মা ফেরদৌসি পারভীন। তিনি বলেন, গতকাল রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু শুক্রবার ডিউটি ডাক্তার নেই। দুদিন পরে সিটি স্ক্যান করতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে তাই দুদিন পরেই সিটি স্ক্যান করবো।

গেল কয়েক মাস ধরে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। তার মা বলেন, মূলত সে দুমাস যাবৎ মাথা যন্ত্রণায় ভুগছে। কিছুদিন আগে বাইরে চেকআপ করিয়েছিল কিন্তু তখন মাইগ্রেনে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু সে মাথা ব্যথায় ছটফট করতো। ঠিকমতো ঘুমাতে পারতো না। সে যেদিন শুটিংয়ে বেশি লাইটের সামনে কাজ করে, সেদিন তো আরও বেশি মাথা ব্যথায় ভোগে।

তিনি আরও বলেন, ঠিকমত না খাওয়া সেই সঙ্গে মাথায় ব্যথায় ওষুধ এবং ঘুমের ওষুধ একসঙ্গে খাওয়ায় তাকে সবকিছু একসাথে অ্যাটাক করেছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধে চাচার লাঠির আ*ঘাতে ভাতিজার মৃ*ত্যু

ঈদে ফিটনেসবিহীন গাড়ি, নসিমন-করিমন-ভটভটি চলতে পারবে না

দেবহাটায় রাধা গোবিন্দ মন্দিরের দুষ্প্রাপ্য মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

মায়ের শাড়ি জড়িয়ে কবরে শায়িত সিরাজুল আলম খান

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬৪

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

১৩ নভেম্বরের জনসভায় প্রধানমন্ত্রীর সামনে নাগরিক কমিটির ২১ দফা উত্থাপনের আহবান

সাংবাদিক কামরুজ্জামানের পিতা শাহাজাহান মল্লিকের দাফন সম্পন্ন

আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলা শহরে, দিতে পারে না উপকূলের তথ্য!