ডেস্ক রিপোর্ট: গল্প আড্ডা আর স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণেই ফিরে আসে।
এসময় সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ স্কুল জীবনের পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় কাটানোর স্মৃতি রোমন্থন করেন, কেউবা দুরন্তপনা, কেউ প্রথম প্রেমে পড়ার গল্প আবার কেউ কেউ শিক্ষকের সংস্পর্শে জীবন বদলে যাওয়ার স্মৃতি চারণ করেন।
স্মৃতি রোমন্থনের পাশাপাশি স্কুল জীবনের বন্ধু-বান্ধবীকে কাছে পেয়ে গল্প আর আড্ডায় মেতে উঠেন সকলে। কর্মজীবনে এখন কেউবা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী কিংবা কৃষক, কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় তারা হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী।
অনুষ্ঠানে অংশ নেন তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।