বুধবার , ২৪ মে ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
the editors
মে ২৪, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

বিলাল হোসেন/এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের বিরুদ্ধে আবারও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা।

২০১৬ সালে অর্থ আত্মসাতের দায়ে কয়েকমাস বহিষ্কার ছিলেন ছিলেন তিনি। কিন্তু ফের তার বিরুদ্ধে একই অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকায় নিজের মোবাইল নম্বর দিয়ে টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সভাপতি, ভূমি দাতা, সহকারী শিক্ষকসহ অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

বিদ্যালয়ের সভাপতি পারভেজ বলেন, ২০২০-২১-২২ অর্থ বছরে বিদ্যালয়ে আসা বরাদ্দের হিসাব জানতে চাইলে প্রধান শিক্ষক দিতে অস্বীকৃতি জানান। পরে উপজেলা শিক্ষা অফিস থেকে তথ্য সংগ্রহ করে দেখা যায় বিদ্যালয়ে বিভিন্ন কাজের জন্য এই সময়ে ৮ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। এসব অর্থ উত্তোলন করা হলেও বিদ্যালয়ে কোনো কাজ করা হয়নি। খাতা কলমে কাজ দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির গাজী বলেন, স্কুলে ৮ লক্ষ টাকার কাজ হয়েছে বলা হলেও তা সঠিক নয়। এই কাজের কোনো প্রমাণ প্রধান শিক্ষক দেখাতে পারছেন না। ভাউচার দেখতে চাইলেও দেখাতে পারছে না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, যেসব জিনিসপত্র ক্রয়ের কথা লেখা হয়েছে, তার ৯০ ভাগই ক্রয় করা হয়নি।

অভিভাবক নাসিমা বেগম বলেন, আমার ছেলে নাহিদ হাসান নয়ন চতুর্থ শ্রেণীর ছাত্র। আজ পর্যন্ত উপবৃত্তি টাকা পাইনি। এজন্য একাধিক বার স্কুলে গেছি কোনো সুরাহা হয়নি একপর্যায়ে শীটে দেখা যায় আমার ছেলের নামের সাথে প্রধান শিক্ষকের নাম্বার দেয়া। ওই নাম্বার থেকে টাকা তোলা হয়। তিনি আরও বলে, শুধু আমার ছেলে নয় অনেকেরই টাকা প্রধান শিক্ষকের নম্বরে আসে।

প্রধান শিক্ষক অজয় কুমার সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো ঠিক না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিজ মিঁয়া বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব। দুর্নীতির কোনো ছাড় নেই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত