https://theeditors.net/
রবিবার , ২৮ মে ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

প্রতিবেদক
the editors
মে ২৮, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিম বাবু (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জীরনগাছা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জিম গত শনিবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার সকালে বাজার করার উদ্দেশ্যে নানার সাথে জীরনগাছা বাজারে গিয়েছিল সে। সেখান থেকে বাজার শেষে বাইসাইকেলযোগে নানা বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে জিম। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনগণ বালি বোঝায় ট্রলিটি ভাঙচুর করে এবং ট্রলির হেলপারকে আটকে রেখে থানায় খবর দেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়