ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার বিল কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে এই বুথের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার এস.ইও মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার এফ.ইও পৌরসভার বুথ ইনচার্জ মো. শরীফ আজম শিমুল প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, নাগরিক সেবা হয়রানি মুক্ত ও সহজতর করতে এখন থেকে পৌরসভায় স্থাপিত ন্যাশনাল ব্যাংকের বুথে পানির বিল, পৌর কর বিল, ট্রেড লাইসেন্স’র বিলসহ পৌর সেবার সরকারি খরচ বুথের মাধ্যমে পরিশোধ করা যাবে।