the editors logo
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, মানববন্ধন

প্রতিবেদক
the editors
মে ৩০, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়ােজিত এই কর্মসূচিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কমিটির সদস্য সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

এসময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি স্কুলের মধ্যে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়। এতে কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!