https://theeditors.net/
বুধবার , ৩১ মে ২০২৩ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার তিন মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩১ মে) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মুহসিন নাজির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হারুনুর রশীদ খান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। জীবনভর তিনি দলের জন্য কাজ করে গেছেন। শেষ বয়সে তাকে সন্ত্রাসীদের গুলিতে জীবন দিতে হলো। আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

অন্যদিকে এ প্রবীণ নেতার মৃত্যুর সংবাদে শিবপুরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে এলাকাবাসী রাস্তায় নেমে পড়ে এবং টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়িতে ঢুকে হারুনুর রশীদ খানকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ - জাতীয়