মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি মেলা শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, কয়রা থানার এসআই মোঃ সালাউদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজ, আঃ হামিদ, অনুতব সরকার, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, রাজু আহমেদ, আঃ মান্নান, সাধক ঢালী, নাইমুর রহমান, কৃষক স্নেহ মুকুল, ফিরোজা আক্তার প্রমুখ।
মেলায় ১৬টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারসহ নিরাপদ ও বিষমুক্ত কৃষি চাষাবাদের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।