মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অবশেষে আদি যমুনার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াশি অভিযান

প্রতিবেদক
the editors
জুন ৬, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: অবশেষে সাতক্ষীরার শ্যামনগরের আদি যমুনা নদীর দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াশি অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু উপস্থিত থেকে এই অভিযানে নেতৃত্ব দেন।

এদিকে অভিযান শুরুর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উপজেলাবাসী।

তাদের দাবি, ম্যাপ অনুযায়ী আদি যমুনার সীমানায় থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তবেই শুরু হোক খনন কাজ।

প্রসঙ্গত, আদি যমুনা নদীর সীমানা চিহ্নিত না করেই খনন শুরু করে নদী কেটে নালায় রূপান্তর করা শুরু হলে আন্দোলনে নামে স্থানীয়রা। পরে খনন বন্ধ রাখতে বাধ্য হয় পাউবো। স্থানীয়দের দাবি ছিল, আদি যমুনা নদীর পূর্বের রূপ ফিরিয়ে দেওয়া হোক।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!