মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প, কাঁপল পাকিস্তানও

প্রতিবেদক
admin
জুন ১৩, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কাঁপল ভারত ও পাকিস্তানের কিছু অংশ। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন অবশ্য বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬।

এই ভূমিকম্প দিল্লিসহ ভারতের উত্তর অংশে অনুভূত হয়েছে। একই ভূমিকম্পে কেঁপেছে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ বেশ কয়েকটি শহর।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদায় দুপুর ১টা ৩৩ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কাশ্মীরের পূর্বাঞ্চলে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার, বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এর কেন্দ্র উত্তর ভারতের পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে।

এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!