অন্যদিকে, দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ‘দ্য ফ্ল্যাশ’। বিশ্বব্যাপী মুক্তির দিনেই এটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সে চট্টগ্রাম ও রাজশাহীর শাখাতেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। ডিসি স্টুডিওর কো-চেয়ারম্যান জেমস গান স্টুডিওর প্রেস ডে’তে ডিসি চরিত্রের স্বতন্ত্র সিনেমাটিকে সর্বকালের শ্রেষ্ঠ সুপারহিরো সিনেমাগুলোর মধ্যে একটি হিসাবে আখ্যায়িত করেছেন।
ভক্তদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে ‘দ্য ফ্ল্যাশ’র মাধ্যমে আবার ব্যাটম্যান চরিত্রে বেন আফ্লেকের ফিরে আসার খবরে। সিনেমার মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও এতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।