সোমবার , ১৩ মে ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে পলিথিনমুক্ত উপকূলীয় অঞ্চল গঠনে জলবায়ু জোটের সভা

প্রতিবেদক
the editors
মে ১৩, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পলিথিনমুক্ত উপকূলীয় অঞ্চল গঠনের লক্ষ্যে শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জোটের সভাপতি ও শ্যামনগর উপজেলার এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের কর্মকর্তা সুলতা রানী সাহা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘ক্রিয়া’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান।

সভায় পরিবেশ ‌দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ, জলবায়ু পরিবর্তনের ফলে নারীর ঝুঁকি মোকাবেলায় করণীয়, পলিথিনমুক্ত উপকূল অঞ্চল গঠনসহ পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন মরমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, সাজেদা ফাউন্ডেশন ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!