সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে শ্যামনগর প্রাণিসম্পদ ও ভেটনারি হাসপাতাল।