চন্দন চৌধুরী: সাতক্ষীরায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙার ওয়ারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দীপিকা দাশ নামে ৫ বছরের এক শিশুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে যশোরের শার্শা থানার নিতাই দাশের মেয়ে।
এছাড়া আহত বাকীরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে যাওয়ার সময় আফজাল কুরিয়ারের একটি কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি (যশোর-ট ১১-৩১৩৩) রাস্তার ধারে রেখে যাত্রাবিরতি নিচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির বাস (যশোর-জ ১১-০০৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে কাভার্ড ভ্যান ও বাস- দুটিই দুমড়ে মুচড়ে যায়।
সাতক্ষীরা সদর থানার এএসআই আব্দুল হামিদ জানান, দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে রাস্তা চলাচল উপযোগী করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।