ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেইরি খাতের উন্নয়নে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা এস ই পি ডেইরি প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান।
কর্মশালায় ডেইরি খাতের উন্নয়নে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগসমূহ তুলে ধরেন ডেইরি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোহাম্মদ ইরফান।
কর্মশালায় খামার ব্যবস্থাপনা উন্নতকরণ, গো খাদ্যের সহজলভ্যতা, দুধের দাম বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে খামারীদের কাছে সরকারের অনুদান পৌঁছে দেওয়াসহ ডেইরি খাতের উন্নয়নে নানা ধারণা দেওয়া হয়।
এতে দুগ্ধ বিক্রেতা, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী, ক্রেতা-বিক্রেতা, গোখাদ্য বিক্রেতা, চিলিং সেন্টারের প্রতিনিধি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ প্রকল্পভুক্ত কর্মকর্তারা অংশ নেন।