সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলাগাছি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তালার কলাগাছি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান শিক্ষক মিহির কান্তি দাশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লাল রায় চৌধুরী, সহকারী শিক্ষক সুভাষ সরকার, সুরঞ্জন সরকার, প্রদীপ গাইন, শ্যামল হালদার, বিকাশ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ গাইন এবং বিষ্ণু পদ মন্ডল।

উদ্বােধনের পর পর্যায়ক্রমে ১০০ মিটার দৌঁড়, বালিশ যুদ্ধ, সুরের তালে তালে বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, বিস্কুট দৌড়, ডার্ট থ্রো, বেলুন ফুটানো ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতাসহ মোট ১৫টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষক মিহির কান্তি দাশ বলেন, যারা অংশগ্রহণ করেছে কিন্তু বিজয়ী হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!