সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদীর চরের গাছ কেটে অবৈধ দখলের ঘটনা তদন্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মাদার নদীর চরের ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে চর দখলের বিষয়ে আদালতের নির্দেশ ও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে সরেজমিনে তদন্ত যান তিনি।
এ সময় তিনি মাদার নদীর চরের গাছ কেটে চর দখলের প্রমাণ পেয়ে অবৈধ দখলদারদের তালিকা করে দখল উচ্ছেদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির, নুরুন্নবী ইসলাম, আক্তার হোসেন, আমিনুর রহমান, আঃ কাদের ও সাইফুল ইসলাম প্রমুখ।
পরে কৈখালী ইউনিয়নের সাহেবখালী বিলে নতুন করে লবণ পানি তুলে ঘের করায় স্থানীয় ইউপি সদস্য সোমশের হোসেনকে বাদী হয়ে থানায় মামলা করার নির্দেশ প্রদান করেন।