ডেস্ক রিপোর্ট: এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, দ্য এডিটরস এর ডেপুটি এডিটর, প্রখ্যাত শ্রমিক নেতা শেখ হারুন-উর-রশিদের ৬২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় দ্য এডিটরস কার্যালয়ে তার ৬২তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দ্য এডিটরস এর নির্বাহী সম্পাদক তানজির কচি, সাব এডিটর এসএম নাহিদ হাসান, ফাহাদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট শহিদুজ্জামান শিমুল, রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, এসএম হাবিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজীব।
প্রসঙ্গত, ১৯৬২ সালের ৭ জুলাই শেখ হারুন-উর-রশিদ তাঁর নানা বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শেখ হারুন-উর-রশিদের পিতা প্রয়াত শেখ আব্দুর রশিদ সাতক্ষীরার সিও রেভিনিউ এর হেড ক্লার্ক ছিলেন। তাদের পৈত্রিক আদি নিবাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে।
পিতার চাকরির সুবাধে শেখ হারুন-উর-রশিদ সাতক্ষীরার সুলতানপুরে স্থায়ীভাবে বসবাস করেন।
এক সময়ের তুখোড় শ্রমিক নেতা শেখ হারুন উর রশিদ সুন্দরবন টেক্সটাইল মিল সিবিএ’র তিনবারের সাংগঠনিক সম্পাদক ও চারবারের সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তার স্ত্রী রেবেকা পারভীন রিক্তা সাতক্ষীরা পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার ৬২তম জন্মদিনে দ্য এডিটরস এর পক্ষ থেকে শুভ কামনা।