সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় গড়ে উঠা বিভিন্ন পেশাজীবী জনসংগঠনসমূহের চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বারসিক’র উদ্যোগে হায়বাতপুরস্থ উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির কার্যালয়ে জনসংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ^জিৎ মন্ডলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী এলাকা সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
সভায় অংশগ্রহণকারীরা তাদের কাজের অগ্রগতি, প্রতিবন্ধকতা, সফলতা ও প্রয়োজনীয় সহায়তার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন দাতিনাখালী বনজীবী নারী সংগঠনের সভানেত্রী শেফালী বেগম, চকবারা কৃষি নারী সংগঠনের সভানেত্রী জেসমিন প্রমুখ।
সভায় বর্তমান কর্মরত ও নতুনভাবে আগ্রহী ও উদ্যোগী ৪২টি জনসংগঠনের প্রতিনিধি, জনসংগঠন সমন্বয় কমিটির সদস্যসহ ৫২ জন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি