ডেস্ক রিপোর্ট: দেশের আরো চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়। এ নিয়ে গত ১০ দিনে ৩২ জেলায় ডিসি পদে রদবদল হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় একই পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ভোলায় একই পদে বদলি করা হয়েছে।