মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ

প্রতিবেদক
the editors
অক্টোবর ২২, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

চার সদস্যের এই প্রাথমিক কমিটিতে কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমামা ফাতিমা।

কমিটির নাম ঘোষণা শেষে সারজিস আলম বলেন, এই কমিটি পুরো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে।

তিনি জানান, এই কমিটি সারাদেশে যারা জুলাই অগাস্টের আন্দোলনে সংগঠক হিসেবে কাজ করেছে তাদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

কেন এই কমিটি গঠন করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে সারজিস আলম বলেন, “বিভিন্ন সময় আমরা শুনছি বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক সেজে অনেকে অনেক ধরনের কাজ করছে। কিন্তু আমাদের কোন কমিটি কাঠামো না থাকায় এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায় না”।

যে কারণে নতুন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ও সারাদেশের বৈষম্যবিরোধী প্লাটফরমে যারা কাজ করেছে তাদেরকে সংগঠিত করবে।

পরবর্তীতে কমিটির আকার আরো বড় করা হবে বলেও জানান হয় এই সংবাদ সস্মেলনে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!