শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নৌযান শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোংলায় প্রতিবাদ সভা

প্রতিবেদক
the editors
মার্চ ৪, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বানিশান্তা বাজারে ওঠানামাকে কেন্দ্র করে স্থানীয় ট্রলার মাঝিদের দ্বারা ভারতগামী জাহাজ এম ভি লানিকার মাস্টার মোঃ সোহাগ ফরাজি ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখা সহ-সভাপতি মনিরুজ্জামান মনজুর সভাপতিত্বে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘ, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মোংলা শ্রম কল্যাণ রোডস্থ মোংলা লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বাহারুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নৌযান শ্রমিকদের ভূমিকা অপারিসীম। নৌযান শ্রমিকগণ স্বভাবতই প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে মালামাল দায়িত্বের সাথে গন্তব্যে পৌঁছানোর সেবা দিয়া থাকে। এটাই তার কর্ম। কিন্তু ভারতগামী জাহাজের মাস্টার মোঃ সোহাগ ফরাজি ও শ্রমিকদের উপর কুচক্রী মহলের ইন্ধনে হামলা হয়েছে। বানিশান্তায় বাজারিদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে নৌযান শ্রমিকরা। তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রতিবাদ সভায় বক্তারা সোহাগ ফরাজি ও তার শ্রমিকদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন খুলনা শাখার সভাপতি মোঃ হাসান মুন্সি, শ্রমিক নেতা মাঈনুল হোসেন মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, মোংলা বন্দরে নোঙ্গর করে থাকা কার্গো, লাইটার জাহাজের স্টাফরা প্রতিনিয়ত বাজারের জন্য বানিশান্তা বাজারে যান। শনিবার (৪ মার্চ) সকালে ভারতগামী এম ভি লানিকা জাহাজের শ্রমিকরা বানিশান্তা বাজারে ওঠানামাকে কেন্দ্র করে স্থানীয় ট্রলার মাঝিদের কাছে লাঞ্ছিত হন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!