রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এলডিসি উত্তরণ: বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর্যায়ে থাকা দেশগুলোর মধ্যে একটি অর্থবহ বৈশ্বিক অংশদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৫ মার্চ) স্থানীয় সময় দুপুরে কাতার জাতীয় কনভেনশন সেন্টারে বাংলাদেশ, নেপাল এবং লাওস আয়োজিত ‘সাসটেইনেবল অ্যান্ড স্মুথ ট্র্যানজিশন ফর দ্য গ্র্যাজুয়েটিং কোহর্ট অব ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা উত্তরণ পর্যায়ে থাকা স্বল্পোন্নত দেশ; কোনো চ্যালেঞ্জ যাতে আমাদের উত্তরণের গতি আর কমাতে না পারে এটা নিশ্চিত করতে চাই। অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা চ্যালেঞ্জগুলো প্রশমনে সম্ভাব্য সব চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ত্বরান্বিত করা, মানবসম্পদ উন্নয়ন, বেসরকারি খাতকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান নির্মাণে বিনিয়োগ, ইউটিলিটি পরিষেবাগুলিকে ডিজিটাইজ করা এবং আমাদের প্রবৃদ্ধি লভ্যাংশের জন্য ইক্যুইটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছি। যাই হোক, আমাদের সফলতার জন্য অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের কোনো বিকল্প নেই।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!