সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী

প্রতিবেদক
the editors
মার্চ ৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি: মোংলায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) মোংলা বন্দর শ্রমিক সংঘ প্রাঙ্গণে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ২০টি স্টলে উদ্যোক্তাদের তৈরি জুতা, মাটির পাত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, বেত ও বাঁশের তৈরি শো-পিচ, মিষ্টান্ন দ্রব্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। সকাল থেকে উদ্যোক্তা ও বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্বা শেখ আব্দুর রহমান।

এছাড়াও রূপান্তরের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা মোঃ নুর আলম শেখ, কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, বিআরডিবি কর্মকর্তা সবুজ বৈরাগী, রূপান্তরের কর্মকর্তা সুনীতি রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিগণ মেলা পরিদর্শন করেন এবং উদ্যোক্তাগণের সাথে কথা বলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!