শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ডেঙ্গু সচেতনতায় ভিবিডির ক্যাম্পেইন

প্রতিবেদক
the editors
জুলাই ২৯, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন শুরু করেছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা ইউনিট।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় সংগঠনের স্বেচ্ছাসেবকরা শহরের মুনজিতপুর ও সুলতানপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

এ সময় ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে এবং সব শ্রেণির মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের একার পক্ষে এ সমস্যা উত্তরণ করা সম্ভব নয়। এ জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।

সংগঠনটির সভাপতি মো: হোসেন আলী বলেন, এডিস মশার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা ও নোংড়া পরিবেশ যেন আমাদের আশেপাশে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সবার সমন্বিত উদ্যোগ ও চেষ্টাই পারে ডেঙ্গুর এ ভয়াবহতা থেকে আমাদের মুক্ত রাখতে। আমাদের বাড়ি-ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেরা সচেতন হবো, মানুষকেও সচেতন করবো।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!