বুধবার , ৮ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় বাল্য বিবাহ প্রতিরোধে অসামান্য অবদানে ৩ ব্যক্তিকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
the editors
মার্চ ৮, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

তালা প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন‌’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।

সকালে উপ-শহরে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার এসআই রাজীব সরদার, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশাহানার খাতুন, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, রূপালী পরিচালক সফিকুল ইসলাম, উত্তরণের সাধনা রানী গুহ, মহিলা কলেজের শিক্ষার্থী মরিয়ম জাহান সাবাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তালার তেঁতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, গ্লোবাল এফায়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে সাইকেল র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণের সাধনা রানী গুহ, যোয়াকিম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

এ সময় ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার (সেল্প) মোরশেদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ ও পল্লী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!