কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের গহীনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকার ও সুন্দরবনের মধ্যেই গাছ কেটে কাঠ পুড়িয়ে শুকানো হচ্ছে সেই চিংড়ি মাছ। এতে বিরূপ প্রভাব পড়ছে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর।
এমন খবরে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধীনস্থ ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা শুটকি চিংড়িসহ ২টি নৌকা জব্দ করেছে। এ সময় ওই নৌকা থেকে ২ বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শুটকি চিংড়ি ফেলে পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ শুটকি চিংড়ি মাছসহ নৌকা জব্দ করা হয়েছে।
কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।