Sunday , 13 August 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ১৪

প্রতিবেদক
admin
August 13, 2023 7:56 pm

কয়রা প্রতিনিধি: সুন্দরবনের নদী-খালে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ নৌকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

রোববার (১৩ আগস্ট) ভোরে পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জের বানিয়াখালী স্টেশনের ভাগ্নেকাটি ভারানী খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের তথ্য মতে, সুন্দরবনের মরজাত নদীর সংযোগ স্থান থেকে নৌকা, চরপাটা জাল ও পাঁচ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

বানিয়াখালী বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান হয়।

গ্রেপ্তার ১৪ জন হলেন- কয়রা উপজেলার কুমার খালী গ্রামের মো. রবিউল (৩৬), বেজপাড়া গ্রামের মোহাব্বত আলী সরদার (৫০), খেওনা গ্রামের মুহিদুল গাজী (৪৮), পাটনীখালী গ্রামের সোবহান মোল্যা (৩৬), পাটনিখালী গ্রামের সাহেব আলী (২৩), ফতেকাটি গ্রামের তোফাজ্জেল (৪০), ভান্ডারপোল গ্রামের মোস্তফা শেখ (৫০), ভান্ডারপোল গ্রামের আমির আলী হাজী (৬৫), দক্ষিণ খেওনা গ্রামের কুরবান আলী (৬০), দক্ষিণ খেওনা গ্রামের সবুর সানা (৬৬), চান্নিরচক গ্রামের জসিম সরদার (৬৮), পাটনিখালী গ্রামের হাফিজুল (৪৮), চান্নিরচক গ্রামের শাহাদাত গাজী (৩৫) ও পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মঞ্জুরুল ইসলাম (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াখালি বন বিভাগের কর্মকর্তা সাঈদ বলেন, ‘সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে নিয়মিত অভিযানকালে দূর থেকে ভাগ্নিকাঠি ভাড়ানি খালে একটি নৌকায় কয়েকজনকে প্রবেশ করতে দেখি। তাদের নৌকার কাছে পৌঁছে সুন্দরবনে প্রবেশের কারণ জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা ভেতরে আরও নৌকা রাখার খবর জানান। পরে অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করা হয়।’

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের কয়রা উপজেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - জাতীয়