স্পোর্টস ডেস্ক: লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেতাফে বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।
আর সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। অশোভন এই আচরণের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। জাভির পাশাপাশি একই শাস্তি পেয়েছেন সেদিন লাল কার্ড দেখা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারিংয়ের একটি সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিসিয়ালের সাথে অশোভন আচরণ করেন জাভি। যার জের ধরে তাকে লাল কার্ড দেখান রেফারি সিজার সোতো গ্রাদো। ম্যাচ রিপোর্টে তিনি লেখেন, সতর্ক করে দেওয়ার পরও নিজের আচরণ সংযত করেননি জাভি।
অন্যদিকে রাফিনিয়া লাল কার্ড পান প্রথমার্ধে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করার কারণে। তাই বাকিটা সময় ১০ জন নিয়েই খেলতে হয় বার্সাকে। নিষেধাজ্ঞার কারণে জাভি ও রাফিনিয়া রোববার কাদিজের বিপক্ষে ও ২৭ আগস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠে থাকতে পারবেন না।