কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সাম্প্রদায়িক সম্প্রীতি: যুব সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৭ মে) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে সংস্থার কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিএসও কোয়ালিশনের সভাপতি আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাহ।
পরিত্রাণ এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম মতবিনিময় সভায় বিষয় ভিত্তিক ধারণাপত্র উপস্থাপন করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যাপক ও কয়রা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা, প্রথম আলোর কয়রা উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, দ্য এডিটরস এর ফরহাদ হোসেন ও জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দীন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে যুব সমাজ।