সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

প্রতিবেদক
the editors
আগস্ট ২১, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের মধ্যে জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ ছয়জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাসুমা খাতুন (৪০), লাভলু সরদার (৪৫), সিরাজুল ইসলাম (৫২), বিল্লাল হোসেন (২৭), মোবারক হোসেন (৩৯)ও আমিনুর রহমান (৫৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বিল্লালকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রয়সূত্রে দখলে থাকা জমিতে সোমবার লাভলু সরদার চাষ করতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। এসময় বাদানুবাদের একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ১০-১২ জন আহত হয়। এদের মধ্যে ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লাভলু সরদার জানান, শুরুতে বর্গা ও পরে ক্রয়সূত্রে প্রায় তিন দশক ধরে তারা ঐ জমি ভোগদখল করছে। এক বছর আগে মোবারক হোসেনের পরিবার আদালতে ঐ জমির মালিকানার দাবিতে মামলা করে। আদালতের ১৪৫ ধারার নির্দেশনা নিয়ে সোমবার তারা জমিতে চাষ করতে গেলে মৌতলাসহ বিভিন্ন এলাকার ভাড়াটে লাঠিয়াল নিয়ে বাবুর আলীর ছেলে মোবারক, হাবিবুর, আনিছ, আমিনুর, মিজান, তার ছেলে আরজ বাবুসহ ২২-২৩ জন হামলা করে। এসময় প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে বিল্লালের হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ভাবি মাসুমাসহ তারা চারজন মারাত্মক আহত হয়েছেন। মোবারক হোসেন জানান, বিরোধীয় জমি হওয়ায় তাদের চাষ বন্ধ রাখার অনুরাধ জানানো হয়। কিন্তু চাষ অব্যাহত রাখায় বাঁধার সৃষ্টি করলে বহিরাগতদের নিয়ে প্রতিপক্ষের হামলায় তারা দু’ভাই আহত হয়েছেন। দু’পক্ষ এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে প্রাথমিক অভিযোগ খতিয়ে দেখেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!