ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা রেট ক্রিসেন্ট ইউনিটের কার্যালয় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশি, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হাসান, প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামনা শুভ্র।
বক্তারা ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত বিএনপি-জামায়াতের দোসরদের শাস্তির দাবি জানান।