সুলতান শাহজান: ২০০৪ সালের ২১ আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরসহ অন্যান্যদের ফাঁসির দাবি জানিয়েছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২১ আগস্ট) বিকালে ২১ আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলার প্রতিবাদে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রভাষক এম অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আউয়ুব ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি.এম সালাউদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা কৃষক লীগের সভাপতি এ.বি.এম মঞ্জুর এলাহী, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.মাহাবুব বাবু প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় আল্লাহর অশেষ মেহেরবানিতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আহভী রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২৪ জন নেতাকর্মী নিহত ও ৪০০ জন আহত হন, যাদের অনেকেই এখনও অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন। এমন বর্বর হামলার সাথে জড়িত তারেক জিয়াসহ স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতপন্থী নরপশুদের ফাঁসি দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে।