বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জমে উঠেছে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

এস এম হাবিবুল হাসান : সাতক্ষীরায় জমে উঠেছে ‘শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচরণার মুখরিত হয়ে উঠেছে গোটা সুলতানপুর বড় বাজার।

জানা গেছে, এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সহ-সভাপতি পদে শেখ মিরাজ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

অন্যদিকে সভাপতি পদে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, সাবেক সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা (আনারস), মো. জাবেদ আলী (ছাতা), মো. রওশন আলী (গরুর গাড়ী) ও মো. শুকুর আলী (লেবু)।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু (হরিণ), মো. লিয়াকত হোসেন (হাতি) ও মো. রজব আলী খাঁ (চেয়ার)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থী হলেন, মো. কবিরুল ইসলাম কবির (ফুটবল) ও মো. ফজর আলী খোকা (গোলাপ ফুল)।

সাংগঠনিক সম্পাদক পদের দুই প্রার্থী হলেন মো. আবুল কালাম আজাদ (মোরগ) ও মো. আবুল কাশেম (কলস)।

প্রচার সম্পাদক পদের দুই প্রার্থী হলেন, মো. রাজু রায়হান (দোয়াত কলম) ও মো. নুরুজ্জামান (মাইক)।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ফজলু রহমান (বাইসাইকেল) ও জি এম শহিদুল ইসলাম (টেলিভিশন)।

ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন মো.আনারুল ইসলাম (তালাচাবি) ও মো. ইলিয়াস হোসেন (ক্রিকেট ব্যাট)।

ধর্ম বিষয়ক সম্পাদক পদে লড়ছেন মো. আবু সাইদ গাজী (মোবাইল) ও মো. কামরুল ইসলাম (হারিকেন)।

এছাড়া কার্যকরী সদস্য পদে তিনজনের বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মো. জামসের আলী মোড়ল (সিলিংফ্যান), মো. মুহিদুল ইসলাম (মই), মো. মতিয়ার রহমান (আম), মো. রফিকুল ইসলাম রফিক (মোমবাতি) ও মো. রায়হান গাজী (মাছ)।

নির্বাচনে মোট ৬০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশান ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সহ-সভাপতি পদে একজন প্রার্থী থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!