আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে চলমান উত্তেজনা হ্রাসে একমত হয়েছে ভারত ও চীন। বুধবার (২৩ আগস্ট) ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া এক বৈঠকে এ বিষয়ে একমত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিনয় কোয়াত্রা জানান, বুধবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন মোদী ও শি জিনপিং। ওই বৈঠকে তারা সীমান্ত উত্তেজনা হ্রাসের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হন।
মোদীর অনুরোধে ওই বৈঠক হয় বলে দাবি করে বেইজিং। যদিও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, চীনের অনুরোধেই এ বৈঠক হয়েছে।
তিন বছরের বেশি সময় ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। হিমালয় অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এ দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দ্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত বিশাল এ সীমান্তের বেশিরভাগ অংশ নির্ধারিত নয়।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকীকরণে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীল অবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তাছাড়া তিনি এলএসি পর্যবেক্ষণ ও সীমান্ত ব্যবস্থার সম্মান করা জরুরি বলে বিশেষভাবে উল্লেখ করেছেন।
বৈঠকের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান চীন-ভারত সম্পর্ক ও যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলাখুলি ও বিশদ মতবিনিময় করেছেন।
এর আগে ২০২২ সালে জি-২০ সম্মেলনের ফাঁকে সর্বশেষ আলোচনায় বসেছিলেন মোদী ও শি জিনপিং। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট ভারতে যাবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিবিসি