ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মশু, সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে জাল নোটের কারবার চালিয়ে আসছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন। জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে। আসল নোট চেনার ব্যাপারে সকলকে সতর্ক হতে হবে।