ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতজন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নির্মিত বীর নিবাস-এর চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল সরদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এমএ রাজ্জাক মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মো: হামিজুদ্দীন সরদারের স্ত্রী মোমেনা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো ময়নুদ্দীন গাজী, মোঃ কবিরুল ইসলাম, সাংবাদিক মো: আব্দুস সামাদ প্রমুখ।
প্রসঙ্গত, কলারোয়া উপজেলায় প্রথম পর্যায়ে ১২টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৪টি বীর নিবাসের বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ের আওতাধীন ৭টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে নির্মিত এসব পাকা ঘরে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন ও ২টি বাথরুমসহ সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।